
দেশে বেকার মানুষের সংখ্যা সর্বাধিক ঢাকায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদনে দেখা যায়, ঢাকায় বেকারের সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার। এরপর চট্টগ্রামে ৫ লাখ ৮৪ হাজার ও রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার বেকার রয়েছে।
বিভাগওয়ারি হিসাবে খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে ১ লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহে ১ লাখ ৪ হাজার বেকার আছে। সব মিলিয়ে দেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৪ হাজার।
আইএলও-এর সংজ্ঞা ও বাস্তবতা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বেকার বলতে তাদেরকেই বোঝায়, যারা অন্তত এক মাস ধরে কাজ খুঁজছেন এবং সর্বশেষ এক সপ্তাহে এক ঘণ্টা মজুরির কাজও পাননি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সপ্তাহে মাত্র এক ঘণ্টা কাজ করে জীবনধারণ সম্ভব নয়। বাস্তবে প্রায় এক কোটি মানুষ ইচ্ছেমতো কাজ না পেয়ে ‘ছদ্ম বেকার’ হিসেবে রয়েছেন।
শিক্ষিত তরুণদের বেকারত্ব
জরিপ অনুযায়ী, শিক্ষিতরাই সবচেয়ে বেশি বেকার। দেশে মোট বেকারের ১৩.৫% স্নাতক এবং ৭.১৩% উচ্চমাধ্যমিক পাস। অর্থাৎ প্রতি পাঁচজন বেকারের একজন উচ্চশিক্ষিত। আনুষ্ঠানিক শিক্ষা নেই এমনদের মধ্যে বেকারের হার সবচেয়ে কম (প্রায় ১%)।
১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যেই বেকারত্ব সবচেয়ে বেশি। দেশে মোট বেকারের ৭৬% এই বয়সী, যাদের সংখ্যা প্রায় ২০ লাখ। তাঁদের মধ্যে ৮% এর বেশি বেকার, আর স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে তিনজনের একজন কর্মহীন।
চাকরি খোঁজার পদ্ধতি
চাকরি খোঁজার ক্ষেত্রে ৩৬% প্রার্থী আত্মীয়–স্বজন ও বন্ধুদের সহায়তা নিয়েছেন। সংবাদপত্রের বিজ্ঞাপন অনুসরণ করেছেন ২৬% এবং ১২% সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আবেদন করেছেন।