
২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে লঙ্কানরা। এই ঘটনায় দীর্ঘ সময় পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়নি।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এমন সময় আবারও দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন দেশটিতে সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষের নিরাপত্তা উদ্বেগ দূর করতে এই ব্যক্তিগত আশ্বাস দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নাকভি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট স্বয়ং পাকিস্তানের সঙ্গে দলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
নাকভি বলেন, সাম্প্রতিক কিছু ঘটনার পর শ্রীলঙ্কার কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে, সেনাপ্রধানের পক্ষ থেকে সফররত খেলোয়াড় ও কর্মকর্তাদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
এদিকে, সিনেট সর্বসম্মতিক্রমে আইনমন্ত্রী আজম নজির তারারের উপস্থাপিত একটি প্রস্তাব গ্রহণ করে, যাতে পাকিস্তান সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য শ্রীলঙ্কা সরকারকে শ্রদ্ধা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি সিনেটকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন।