
১০ মাস পর ফিরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরে বেশ ছন্দে ছিলেন বাবর আজম। কয়েকটি রেকর্ডও গড়েছেন তিনি। তবে এবার লজ্জার এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ত্রিদেশীয় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানের জয়ে ফাইনালে টিকিট পায় লঙ্কানরা।
এই ম্যাচে ২ বলে খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান বাবর। দুষ্মন্ত চামিরার বলে এলবিডব্লিউ হয়ে লজ্জাজনক এক রেকর্ডে নাম লেখান তিনি। এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ বার ডাক মেরেছেন বাবর। এতে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ডাক মারার বিব্রতকর রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠলেন তিনি।
বাবরের সমান ১০ বার করে শূন্য রানে আউট হয়েছেন সাইম আইয়ুব ও উমর আকমল। বাবর এখন পর্যন্ত ১৩৫ ম্যাচের ১২৮ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ইনিংসের হিসেবে প্রতি ১২.৮ ইনিংস পর পর শূন্য রানে আউট হয়েছেন তিনি। সাইম আইয়ুব ১০ ডাক মেরেছেন ৫৩ ইনিংস খেলে। আর উমর আকমল ব্যাট করার সুযোগ পেয়েছেন ৭৯ ইনিংসে।
এছাড়া শহীদ আফ্রিদি মেরেছেন ৮টি ডাক। সাত বার ডাক মেরে এই তালিকায় যৌথভাবে তিনে কামরান আকমল, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ নাওয়াজ।