
ভারতের রাজধানী নয়াদিল্লি এবং এর আশেপাশের অঞ্চলে বিষাক্ত বায়ুর ভয়াবহতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভের সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রয়টার্স জানিয়েছে, রোববার শহরের বিখ্যাত ইন্ডিয়া গেট স্মৃতিস্তম্ভে বিরল এই বিক্ষোভে সব বয়সী মানুষ ব্যানার হাতে স্লোগান দেন।
রয়টার্স জানিয়েছে, ভারতের রাজধানী অঞ্চল বছরের পর বছর ধরে প্রতি শীতে এই ধরণের বিষাক্ত ধোঁয়ার সঙ্গে লড়াই করে আসছে।
মুখোশ পরা প্রতিবাদী নেহা বলেন, আমাদের একটাই সমস্যা, আর তা হলো দূষিত বাতাস। এই সমস্যাটি বহু বছর ধরে চলছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
ভারতের সংবাদ সংস্থা এএআই-এর ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। কিছু বিক্ষোভকারী ব্যানার ধরে আছেন, যাতে লেখা আছে, ‘শ্বাস-প্রশ্বাস আমাদের মেরে ফেলছে।’
অন্যরা ‘আমাদের অধিকার, পরিষ্কার বাতাস’-এর মতো স্লোগান দিচ্ছে। এরপর কিছু লোককে তাড়িয়ে দিতে দেখা যায়।
দেশটির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবারও শহরের বায়ু মানের সূচক ‘৩৪৫’ (যার অর্থ ‘খুব খারাপ’) হিসেবে স্থান পেয়েছে। শূন্য থেকে ৫০ ‘ভালো’ এবং ৪০১ থেকে ৫০০ বিভাগে ‘গুরুতর’ বলে বিবেচিত হয়।
পুলিশ এর আগে সাংবাদিকদের জানিয়েছিল, বিক্ষোভস্থলটি নির্ধারিত ছিল না বলে স্থানটি খালি করার নির্দেশ দেওয়া হয়।
তবে বিরোধী দলীয় নেতারা বিক্ষোভকারীদের অপসারণের সমালোচনা করেছেন। কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী এক্স-পোস্টে বলেছেন, ‘বিশুদ্ধ বাতাসের অধিকার একটি মৌলিক মানবাধিকার।’
তিনি বলেন, ‘আমাদের সংবিধান শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করেছে। কেন শান্তিপূর্ণভাবে বিশুদ্ধ বাতাসের দাবিতে নামা নাগরিকদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে?’
এদিকে, পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, দিল্লি সরকার দূষণ রোধে পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ‘দূষণ থেকে মুক্তির জন্য আমরা সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে যাব। এটি আমাদের সরকারের সংকল্প।’