
ভালো-মন্দ মিলিয়ে চলছে সাকিব আল হাসানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। কখনো কখনো পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন, আবার কখনো থাকছেন নিষ্প্রভ। তবে দলের জয়-পরাজয়ের লড়াইয়ে তার ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। গত রাতে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে সাকিব ব্যাটে-বলে ছিলেন ম্লান, কিন্তু তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জয় পেয়েছে শেষ বলে ৪ উইকেটে।
ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান তোলে বার্বাডোজ রয়্যালস। ওপেনার ব্রেন্ডন কিং দুর্দান্ত ইনিংস খেলেন ৬৫ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন, মাত্র ২ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। অন্যদিকে শেরফেইন রাদারফোর্ড খেলেন ঝোড়ো ১৭ বলে ২৯ রানের ইনিংস। সাকিব বল হাতে ছিলেন ব্যর্থ ৩ ওভারে দিয়েছেন ৩৩ রান, কোনো উইকেট পাননি।
জবাবে রান তাড়ায় ভালো শুরু পায় অ্যান্টিগা। উদ্বোধনী জুটিতে আসে ৪৫ রান। ওপেনার আমির জঙ্গো ১৪ বলে ২৩ রান করে ফিরে যান। তবে আরেক ওপেনার আন্দ্রিস গুস শেষ পর্যন্ত দলকে টানেন। ৫৩ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি।
শেষদিকে ইমাদ ওয়াসিম ১১ বলে ১৭ রান করেন। ম্যাচ গড়ায় শেষ ওভারে, যেখানে প্রয়োজন ছিল ১২ রান। গুস এবং স্প্রিঙ্গার মিলে সেই সমীকরণ মেলান, জয় আসে শেষ বলে।