
ত্রিদেশীয় সিরিজের রাওয়ালপিন্ডির ম্যাচে শ্রীলঙ্কা শেষ ওভারে দুষ্মন্ত চামিরার তোপে পাকিস্তানকে মাত্র ৩ রান তুলতে পারে, ফলে শ্রীলঙ্কা জয়লাভ করে ৬ রানে। পাকিস্তান ১৮৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে থেমে যায় ১৭৮/৭-এ। চামিরা শেষ ওভারে আশরাফের গুরুত্বপূর্ণ উইকেটও নেন।
পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। পাওয়ার প্লের ৪৫ রানে ৪ উইকেট হারানোর পর অধিনায়ক সালমান আগা দলের জন্য স্থিতিশীলতা আনেন। ৩৫ বল খেলে ৬৩ রানের ফিফটি করেন, কিন্তু শেষ ওভারে নন-স্ট্রাইকে যাওয়ায় দলের হার এড়াতে পারেননি।
শ্রীলঙ্কার সংগ্রহে বড় অবদান রাখেন কামিল মিশারা (৭৬, ৪৮ বল, ৩ ছক্কা, ৬ চারের সাহায্যে) ও কুশল মেন্ডিস (৪০, ২৩ বল)। চামিরার চতুর্থ উইকেটের ব্যাটে শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়।
৪ ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ফাইনালে পৌঁছায়। পাকিস্তান টানা তিন ম্যাচ জিতে আগে থেকেই ফাইনালে নিশ্চিত ছিল।
সংক্ষিপ্ত স্কোর:
-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮৪/৫ (মিশারা ৭৬, মেন্ডিস ৪০, লিয়ানাগে ২৪*; আবরার ২/২৮, সাইম ১/১৯)
-
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (সালমান ৬৩*, উসমান ৩৩, নেওয়াজ ২৭; চামিরা ৪/২০, মালিঙ্গা ২/৫৪)
ফল: শ্রীলঙ্কা ৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: দুষ্মন্ত চামিরা