
চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য থেকে মাত্র ১৪ রান দূরে থেমে গেছে সিলেট টাইটানস। ১৯.৪ ওভারে ১৮৪ রান করে শেষ পর্যন্ত গুটিয়ে যায় দলটি। শেষ ব্যাটসম্যান হিসেবে খালেদ আহমেদ তানভীরের বলে আউট হন।
খালেদের ২৫ রানের ইনিংস কিছুটা উত্তেজনা যোগ করেছিল সিলেটের ব্যাটিংয়ে। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ৪২ রান, হাতে ছিল ১ উইকেট। তিনি ম্যাচকে ৩ বলে ১৫ রানের সমীকরণে নিয়ে আসেন, তবে শেষ পর্যন্ত জয় তুলে আনতে পারেননি। সিলেটের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে (৩৩ বলে)।
এর আগে দলের ভিত গড়ে দিয়েছিলেন অ্যাডাম রসিংটন, টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি পাওয়া ইংলিশ ব্যাটসম্যান ৩৮ বলে ৪৯ রানে থেমেছেন। শেষ দিকে চট্টগ্রামের মেহেদী হাসান ১৩ বলে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহে সাহায্য করেন।
এই জয়ে বিপিএলে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে আবার শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় স্থানে থাকা রংপুর একই জয় পেলেও রান রেটে পিছিয়ে আছে।