
দেশের শেয়ার বাজারে গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে মূল্যসূচকে। সূচকের পাশাপাশি এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই (ডিএসই ও সিএসই) লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির দর। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫.০৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৬.৭১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৭.০৯ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে ডিএসইতে মোট ৫৬৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত আছে ১৯টির দর। এতে এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.১৩ পয়েন্ট কমে ১৫ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে ১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৭১ লাখ টাকা।