
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন সম্পাদক মাহমুদুর রহমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথমদিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান ২০০৮ সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, ’৭১- এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত তিন নির্বাচন, জুলাই-আগস্টের গণহত্যাসহ নানান প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে পার্শবর্তী দেশ ভারত।
এছাড়া জাতীয় পার্টি, ১৪ দলের নেতারাসহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের নাম বলেন মাহমুদুর রহমান।
গত ৩ আগস্ট শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ ৪৬ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপক্ষে আর দুইজন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ।