
তিন দিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসর। তার আগে ২৪ ডিসেম্বর ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটি আগেই বাতিল করেছে বিসিবি। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠান হবে কিনা, সেটা নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা।
তবে সব গুঞ্জন উড়িয়ে বিসিবি ঘোষণা দিয়েছে ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনে স্বল্প পরিসরে আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান। যা শনিবার রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছিল ক্রিকেট বোর্ড টুর্নামেন্টকে সামনে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। গতকাল দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবারের আসরের অন্যতম শক্তিশালী দলও হান্নান সরকারের রাজশাহী।
গতকাল অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আকবর আলী। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় দলের উইকেটকিপিংয়ে দেখা যাবে কাকে। জানালেন, ম্যানেজমেন্ট চাইলে কিপিং ছাড়তে রাজি তিনি। বলেন, ‘এটা আসলে পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে কে কী করবে। তবে মুশফিক ভাইয়ের কথা যদি বলেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় আশীর্বাদ। আমি বলব যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। আমরাও চেষ্টা করব তার থেকে যতটা সম্ভব নেওয়ার।’
যদিও উইকেটের পেছনে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে দেখতে চান রাজশাহী কোচ হান্নান সরকার। তিনি বলেছেন, ‘এটা তো আসলে সময়ই বলে দেবে। কারণ টিম কম্বিনেশনে স্বাভাবিকভাবেই মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে। কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা বেশি উপভোগ করে, মানে ফিল্ডিংয়ের চেয়ে কিপিংটা যখন করে তখন সে অনেক ইনভলভড থাকে।’
এছাড়াও গতকাল পূর্বাচলে এবারের আসরকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস ও শক্তিশালী রংপুর রাইডার্স। অনুশীলনের আগে গতকাল নিজেদের অধিনায়কের নাম ঘোষণা ঢাকা। রাজধানীর দলকে এবারের আসরে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথম দিনের অনুশীলন নিয়ে এই বোলিং অলরাউন্ডার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদার, সব মিলিয়ে অন্যরকম একটা ভাইব ছিল। সেন্টার উইকেটের পাশাপাশি ফিল্ডিং অনুশীলন অনেক কিছুই করা গিয়েছে। সব মিলিয়ে ভালো ছিল দিনটা।’

অন্যদিকে আজ প্রথম বারের মতো অনুশীলন করবে নোয়াখালী এক্সপ্রেস। দুপুর ২টায় পূর্বাচল একাডেমি মাঠে অনুশীলনে নামবে প্রথম বারের মতো বিপিএলের অংশ নেওয়া এই ফ্র্যাঞ্চাইজি। ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী সিলেটে টুর্নামেন্টের প্রথম দিন এই আয়োজন হবে। যার কারণে উদ্বোধনী দিনের ম্যাচ সূচিতেও কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি। পূর্বের ঘোষণা করা সূচি অনুযায়ী দুপুর ২টায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে বেলা তিনটায় নেওয়া হয়েছে।
এছাড়া দুই ইনিংসের মধ্যখানে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, ঐ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। শুরুর আগে এবং দুই ম্যাচের মধ্যের সময়ে উদ্বোধনী অনুষ্ঠান হবে। যেখানে দেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করতে পারে বলে জানা গেছে।
সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এই তিন ভেন্যুতে হবে এবারের ছয় দলের বিপিএল। ২৬ ডিসেম্বর শুরু হওয়ার পর ২ জানুয়ারি পর্দা নামবে সিলেট আসরের। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি চট্টগ্রাম পর্ব। ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালও হবে ঢাকায়। ২৩ জানুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২০২৬ বিপিএলের।