
প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের তৃতীয় ম্যাচে আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। গতকাল খেলা না থাকায় দলগুলো করেছে অনুশীলন। রাজশাহীর অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলটির সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ। জানিয়েছেন, কোনো প্রতিপক্ষকে দুর্বল হিসেবে দেখছেন না তারা। মাঠের খেলায় দিতে চান নিজেদের সর্বোচ্চটা।
দুই ম্যাচ খেলে জয় শূন্য থাকা নোয়াখালীর বিপক্ষে ম্যাচ নিয়ে রাজিন সালেহ বলেন, ‘যদি প্রতিপক্ষ দল দেখেন, আমরা কাউকে ছোট করে দেখি না।’ টি-টোয়েন্টি ক্রিকেটের গতি-প্রকৃতি তুলে ধরে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি খেলা যে কোনো সময় দলে টপ অর্ডারের দুর্বলতা দেখছেন তিনি। যদিও তিনি আশাবাদী তানজিদ তামিম ও সাহেবজাদা ফারহান। খুব তাড়াতাড়ি ফর্মে ফিরবেন। ঢাকার বিপক্ষে ব্যাটিং ধস নিয়ে সালেহ বলেন, ‘অবশ্যই রাজশাহী টপ অর্ডার একটু ধসে পড়েছে। ওখান থেকে কিছুটা রান আসলে আমাদের জন্য একটু ভালো হতো।’
কোচ মনে করেন, এই ফরম্যাটে শেষ পর্যন্ত ভালো পারফর্ম করাই সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিপক্ষ যেই হোক না কেন, মাঠে যারা নিজেদের সেরাটা দিতে পারবে, জয় তাদেরই হবে। তিনি বলেন, ‘যে দলের খেলোয়াড়রা ভালো খেলবে, যে মাঠে যে ভালো খেলবে সেই ম্যাচ জিতবে।’ তবে প্রতিপক্ষকে সম্মান জানালেও, নিজেদের জয়ের লক্ষ্য থেকে সরে আসছেন না রাজিন সালেহ। তিনি দৃঢ়ভাবে জানান, তারা ম্যাচটি জেতার জন্যই মাঠে নামবেন। বলেন, ‘আমি অবশ্যই মনে করি যে আমরা তাকিয়ে আছি কালকে ম্যাচটা জেতার জন্য।’
অফ ফর্মের কারণে গেল আসরে ফরচুন বরিশালের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সেইসঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দল থেকে বাদ পড়েছেন রাজশাহী অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই তিনি। তবে দারুণভাবে এবারের বিপিএল শুরু করেছেন শান্ত। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন জয় নিয়ে। দ্বিতীয় ম্যাচে দলের বাকিদের চেয়ে তুলনামূলক বেশি রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর কোচ রাজিন সালেহের মতে, শান্ত সবাইকে ভুল প্রমাণিত করেছে। তিনি বলেন, ‘শান্তর ব্যাটিং নিয়ে যেভাবে সমালোচনা হয়, আসলে এটা নিতান্তই ভুল। ও ওর স্বাভাবিক ক্রিকেটটাই খেলছে এবং পারফর্ম করছে। শান্ত সবাইকে ভুল প্রমাণিত করেছে।’
দ্বিতীয়বারে নিলাম থেকে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় মুশফিকুর রহিমকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। যদিও ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে জানানো হয়েছে, মুশফিকুর রহিমের অভিজ্ঞ মাঠের কাজটা সহজ করে দেবে। প্রথম ম্যাচে অর্ধশত রানের ইনিংস খেলে এখনো যে ফুরিয়ে যাননি, সেটা প্রমাণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে মুশফিকের কারণে দলে জায়গা হচ্ছে না যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
মূলত উইকেটের পেছনে মুশফিক থাকা দলে জায়গা হচ্ছে না আকবরের। এই বিষয়ে রাজিন সালেহ বলেন, ‘আকবর আলী বা আমাদের বেঞ্চে যারা বসে আছে, প্রত্যেকেই পারফর্মরা। ঘরোয়া ক্রিকেটে সবাই ভালো করছে। আকবর আলী অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু দলীয় কম্বিনেশনের প্রয়োজনে আমাদের দল সাজাতে হবে।’