
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ এক অধ্যায় রচনা করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শততম ম্যাচ। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে শতক পূরণ করা প্রথম বাংলাদেশি হিসেবে এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।
মুশফিকের এই অর্জনকে সম্মান জানালেন আয়ারল্যান্ড দলের কোচ হেনরিখ মালান। সোমবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের জন্য ১০০টি টেস্ট খেলা বিশাল অর্জন। আমরা এখন পর্যন্ত মাত্র ১০টি টেস্ট খেলেছি। তাই বুঝতে পারি তিনি কতোটা ধৈর্য ও কঠোর পরিশ্রম করেছেন। তবে মজার ছলে তিনি যোগ করেন, অভিনন্দন থাকলো—তবে আশা করি পরের পাঁচ দিন সে ভালো খেলবে না।
মালান আরও স্মরণ করিয়ে দেন, টেস্ট ক্রিকেটে সাফল্য সহজে আসে না; এর পেছনে লুকিয়ে থাকে অসীম পরিশ্রম, শত শত ট্রেনিং সেশন, ওয়ার্ম-আপ এবং মানসিক দৃঢ়তা।
মুশফিকের পেশাদারিত্ব নিয়ে বিশেষ প্রশংসা করেছেন আইরিশ কোচ। তিনি বলেন, “প্রতিদিন সকালে আমি যখন নাস্তা করতে যাই, তাকে দেখি ৬টা ৪৫ মিনিটে টেবিলে বসে আছে। এরপর সে সবার আগে মাঠে যায় এবং অনুশীলন শুরু করে। অন্যরা আসার আগেই তার স্ট্রেচিং, ব্যাটিং প্র্যাকটিস সব শেষ হয়ে যায়।”
তার ভাষায়, যখন কেউ অন্ধকারে কঠোর পরিশ্রম করে, আলো জ্বলার সময় স্বাভাবিকভাবেই সে পারফর্ম করে। মুশফিক সেটাই সময়ের সঙ্গে প্রমাণ করেছে।
সিলেট টেস্টে আয়ারল্যান্ড ইনিংস ব্যবধানে হেরে যায়। তাই সিরিজ বাচানোর লড়াই নিয়ে আত্মবিশ্বাসী মালান—কিন্তু মুশফিকের মতো অভিজ্ঞ ও ফর্মে থাকা ব্যাটারকে থামানোই তাদের বড় চ্যালেঞ্জ।