
অনন্য এক বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পান তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি।
এই সেঞ্চুরির সুবাদে শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন। যার সেঞ্চুরি ছিল ৫১টি। কোহলি এবার সেই রেকর্ড পেরিয়ে গেলেন।
এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি এখন কোহলির। তার নামের পাশে আছে ৫২টি ওয়ানডে সেঞ্চুরি। দুই আর তিনে থাকা নাম দুটো শচীনের। তার টেস্টে সেঞ্চুরি ৫১টিও ওয়ানডে সেঞ্চুরি ৪৯টি। টেস্টে জ্যাক ক্যালিসের সেঞ্চুরি ৪৫টি, তিনি আছেন তালিকার ৪ নম্বরে।
কোহলি আরও একটি রেকর্ড গড়েছেন এই ম্যাচে। এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক। প্রোটিয়াদের বিপক্ষে তার সেঞ্চুরি এখন ছয়টি। শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারের ছিল পাঁচটি করে।
এ দিন ১২০ বল খেলে ১৩৫ রান করে আউট হন কোহলি। ১১ চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩৩২ রান অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৭ রানের জয় পায় ভারত।