
এক দিন আগে অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এক দিনের ব্যবধানে বাংলার ছেলেরা চমক দেখিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। শক্তিশালী কোরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে। কোরিয়াকে ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ। ৩-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ৩ গোল শোধ করে খেলায় ফিরেছে। জয়ের সুযোগ নিতে পারেনি। সম্ভাবনা থাকলেও সেটি কাজে লাগাতে পারেনি।
ড্র হলেও বাংলাদেশের ঘরে জয়ের আনন্দ। কারণ, হকির দুনিয়াতে কোরিয়া বাংলাদেশের চেয়ে হাজার মাইল দূরে। সেই কোরিয়া কাল প্রথম তিন কোয়ার্টারেই ৩ গোল করে নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। জয়ের পথে চলে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ সেখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। জয়ের আনন্দের প্রস্তুতিতে থাকা কোরিয়াকে রীতিমতো কাঁদিয়ে দিয়েছেন বাংলাদেশের সামিন, সিয়াম, আব্দুল্লাহ, রাকিবুল, জয়, রাহিদ, ইসমাইল, আমান, হোজাইফা, আশরাফুলরা।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও জ্বলে উঠেছিলেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আমিরুল ইসলাম। ৩ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। সবাই ধরে নিয়েছিলেন নিশ্চিত হার। মিনহিউ লি পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন বাংলাদেশের পোস্টে, ১-০। অধিনায়ক সিউনঘান সন পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন, ২-০। পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোলটি করেন মিনহিউ লি, ৩-০।
হার না মানা মনোভাব নিয়ে লড়াই করা বাংলাদেশ জেগে ওঠে তৃতীয় কোয়ার্টারে। পেনাল্টি কর্নার থেকে একের পর এক গোল করে আমিরুল ইসলাম হ্যাটট্রিক করেন। তৃতীয় কোয়ার্টারে ৩-১, চতুর্থ কোয়ার্টারে আরও ২ গোল করেন আমিরুল ইসলাম। কোরিয়া বিস্মিত, বাংলাদেশের ফেরা দেখে। পেনাল্টি কর্নারগুলো নিখুঁতভাবে কাজে লাগিয়ে হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক। এবারও তিনি ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন।
পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক করেছিলেন আমিরুল ইসলাম। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা বিরাট গৌরবের। দেশের হকি ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জুনিয়র হকি খেলছে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই হ্যাটট্রিক করা এবং ম্যাচসেরা খেলোয়াড় হওয়ার ইতিহাস এবারই প্রথম। ফরিদপুরের ছেলে আমিরুল ইসলাম ইতিহাস হয়েছেন।
১৯৯৩ সালে জাপানের হিরোশিমায় এশিয়া কাপ হকিতে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। পরের বছর ১৯৯৪ সালে জাপানের সেই হিরোশিমায় এশিয়ান গেমস হকিতে কোরিয়ার বিপক্ষে ১০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেদিনের কথা আর আজকের কথা বলতে গিয়ে হকি সংগঠক ইউসুফ আলী রীতিমতো আবেগ আপ্লুত। বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ ফ্রান্সের বিপক্ষে।