
প্যারিসের লুভর জাদুঘর থেকে মূল্যবান রত্নালংকার চুরির ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) প্যারিসের পাবলিক প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।
এএফপির প্রতিবেদন অনুসারে, একজন শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে প্যারিস-চার্লস ডি গল বিমানবন্দরে আটক করা হয়। তিনি বিমানে করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দ্বিতীয়জনকে প্যারিস থেকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বের সর্বাধিক দর্শনীয় জাদুঘর লুভর থেকে গত সপ্তাহে মূল্যবান রত্ন চুরি হয়। চোরেরা ক্রেন ব্যবহার করে ওপরের তলার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যে আনুমানিক ১০২ মিলিয়ন ডলার মূল্যের আটটি জিনিসপত্র নিয়ে যায়।
এরপর তারা মোটরবাইকে পালিয়ে যায়। ঘটনাটি বেশ আলোচিত হলে ফ্রান্সজুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়।
প্যারিসের সরকারি আইনজীবীরা ‘বিআরবি’ নামে পরিচিত প্যারিস পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের কাছে তদন্তের ভার দেয়। ইউনিটটি উচ্চ স্তরের চুরি-ডাকাতি মোকাবেলায় অভ্যস্ত।