
দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্জেন্টিনা গুয়াইয়াকিলে স্বাগতিক ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে। লিওনেল স্কালোনির দল লিওনেল মেসি ছাড়া খেলেছে, কোচ তাঁকে বিশ্রামে রেখেছিলেন।
ম্যাচে দুই লাল কার্ড এবং একটি পেনাল্টি এসেছে। ৩১ মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক নিকোলাস ওতামেন্দি লাল কার্ড পান। প্রথমার্ধের যোগ সময়ের ১৩ মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে গোল করে হারের ব্যবধান তৈরি করেন।
যদিও ম্যাচের ফলাফল হতাশাজনক, তবুও আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার যোগ্যতা আগেই নিশ্চিত হয়েছে। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা দক্ষিণ আমেরিকান অঞ্চলের শীর্ষে থেকে এবারের বাছাই শেষ করেছে। অপরদিকে ২৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডরও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
খেলার বিশদে দেখা গেছে, প্রথমার্ধে ইকুয়েডরের দুটি পরিষ্কার গোলের সুযোগ ছিল, তবে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ একটিকে রক্ষা করেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কিছুটা আধিপত্য দেখালেও কোনো শট কাজে লাগাতে পারেনি।
ম্যাচে আর্জেন্টিনার মোট শট ছিল ৮, ইকুয়েডরের ১১। প্রথমবারের মতো ২০০৯ সালের পর আর্জেন্টিনা লাল কার্ড ও পেনাল্টি হজম করলো। স্কালোনি কয়েকজন খেলোয়াড় বদলি নিয়ে পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করলেও গোল আনতে পারেননি।
এই হারের ফলে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান হারাবে এবং স্পেন ও ফ্রান্সের পিছনে নেমে তিনে থাকবে।