
গত মৌসুমেও চোটের সঙ্গে লড়াই করেছিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তবুও লস ব্লাঙ্কোসদের হয়ে ৫৫ ম্যাচ খেলেছিলেন এই জার্মান ফুটবলার। কিন্তু চলতি মৌসুমে লা লিগায় তিন ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের হয়ে এক ম্যাচে মাঠে দেখা গেছে রুডিগারকে।
এর মধ্যেই জার্মান ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার।
ক্লাবের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রুডিগারের চোট ‘সিরিয়াস’। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে রুডিগারকে।
তবে এএস ও মার্কা জানিয়েছে, ১০ থেকে ১২ সপ্তাহ মানে আড়াই থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে রুডিগারকে। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তার সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা।
রুডিগারের চোট রিয়ালের জন্য নিঃসন্দেহে বড় আঘাত। এএস জানিয়েছে, আঘাত পাওয়া জায়গায় ফোলা কমলে তার আরও কিছু পরীক্ষা করা হবে। এতে আঘাত কতটা মারাত্মক সেটি বুঝতে পারবে দলটির মেডিকেল টিম। তখন বোঝা যাবে, রুডিগারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে। প্রাথমিকভাবে ক্লাব মনে করছে, মাঠে ফিরতে রুডিগারকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এতে ২৭ সেপ্টেম্বর লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’ এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাবে না রিয়াল মাদ্রিদ। এমন কঠিন পরিস্থিতিতে রিয়ালের রক্ষণ সামলাতে জাবির হাতে আছেন ডেভিড আলাবা, রাউল আসেনসিও, এডার মিলিতাও ও ডিন হুইসেন।