
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় টাইগাররা। তবে লাল-সবুজের প্রতিনিধিদের আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম শক্তিশালী দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে লঙ্কা-বাংলা দ্বৈরথ।
হংকংয়ের বিপক্ষে টাইগার বোলাররা ছিলেন দুর্দান্ত। তাই শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশের বোলিং আক্রমণে বড় পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। তবে ব্যাটিং বিভাগে আসতে পারে পরিবর্তন। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে দেখা যেতে পারে সাইফ হাসানকে।
সম্প্রতি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারছেন না হৃদয়। তার স্ট্রাইকরেট নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। হংকংয়ের বিপক্ষে ৩৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। যা নিয়ে সমালোচনার মাত্র আরও বেড়েছে।
এই ম্যাচ জয় পেলেই সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই হয়েছে মোট ২০ বার। এর মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে ১২ বার, বাংলাদেশ জিতেছে আট বার। তবে শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় প্রতিদ্বন্দ্বিতা এখন অনেকটাই সমান হয়ে আসছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান/তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।