
বিনিয়োগের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। মরুর এই শহরটি এখন ক্রীড়াবিদদের সবচেয়ে পছন্দের ঠিকানা। লাভজনক ও ঝলমলে রিয়েল এস্টেটের খোঁজে দুবাইয়ে ভীড় করেন মাঠের তারকারা।
মূলত দুবাই ধনীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হয়েছে কর সুবিধার কারণে। যেখানে সম্পত্তি কর, উত্তরাধিকার কর কিংবা পুঁজিবাজারে লাভের ওপর কর নেই। আর তাই ক্রীড়াবিদরা নিজেদের আয় বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন দুবাইকে। শুধু অর্থনৈতিক সুবিধার জন্য নয়, অবসর কাটানোর জন্য, কিংবা নিয়মিত থাকার জন্য দুবাইয়ে বাড়ি কিনেছেন অনেক তারকা ক্রীড়াবিদ।
ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মাঝে মধ্যেই দুবাই যান। সেখানে শুধু ছুটি কাটাতে নয়, তার বেশ ভালো বিনিয়োগও আছে শহরটিতে। জুমেইরা বে আইল্যান্ডে ৩ কোটি ডলারে জমি কিনেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ডাউনটাউন দুবাইতে খোলা টাটেল রেস্টুরেন্টে অংশীদারও তিনি। গুঞ্জন আছে, বুর্জ খলিফার সামনে দৃষ্টিনন্দন এক পেন্টহাউসও তার মালিকানায়।
দুবাইয়ে শুধু বিনিয়োগ করেই থেমে নেই রোনালদো। নিয়মিত ছুটি কাটাতেও পরিবার নিয়ে সেখানে যান তিনি। মরুভূমি ভ্রমণ, ওয়াটার স্পোর্টস—সবই এই পর্তুগিজ তারকার পছন্দের তালিকায়। স্থানীয় নানা অনুষ্ঠানে, যেমন দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিংবা অতিথি হিসেবেও দেখা গেছে তাকে।
নেইমার
দুবাইয়ে আকাশছোঁয়া ‘স্কাই ম্যানশন পেন্টহাউস’ কিনেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বুগাত্তি কার ব্র্যান্ড আর বিংহাত্তি ডেভেলপারের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই ভবন। বুগাত্তি রেসিডেন্সেসের তথ্যমতে, ২০২৭ সালে উদ্বোধন হবে এই বিলাসবহুল টাওয়ার।

নেইমারের এই পেন্টহাউসে থাকবে আলাদা গাড়ি ওঠানোর লিফট। যাতে নিজের গাড়িটাই সরাসরি চলে যাবে পেন্টহাউসে। ভবনের ১৮২টি ইউনিটে থাকবে ব্যক্তিগত সুইমিংপুল, যেখান থেকে দেখা যাবে পুরো দুবাই স্কাইলাইন আর বুর্জ খলিফার মনোমুগ্ধকর দৃশ্য।
সানিয়া মির্জা
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর পাম জুমেইরার বিলাসবহুল ভিলায় ঘর বাঁধেন তারা। গত বছর শোয়েবের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও এখনো দুবাইয়ের সেই বাড়িতে ছেলের সঙ্গে থাকেন সানিয়া।
২০২১ সালে পেয়েছিলেন ১০ বছরের গোল্ডেন ভিসা। সেই সুযোগ কাজে লাগিয়ে শহরে খুলেছেন নিজস্ব টেনিস একাডেমি। ব্যবহার করছেন দুবাইয়ের বিশ্বমানের অবকাঠামো। টেনিসে সানিয়ার অর্জন আর দুবাই শহরের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের নভেম্বরে সানিয়াকে নিয়োগ দেওয়া হয় ‘দুবাই স্পোর্টস অ্যাম্বাসাডর’ হিসেবে।
এছাড়া গুঞ্জন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী আদিল সাজানের সঙ্গে ইদানীং ‘বন্ধুত্ব’ হয়েছে সানিয়া মির্জার।
রজার ফেদেরার
টেনিস কিংবদন্তি রজার ফেদেরার বাড়িয়ে রয়েছে দুবাইয়ে। শীতের ঠান্ডা থেকে বাঁচতেই তিনি ২০১৪ সালে সুইজারল্যান্ডের বাইরে দ্বিতীয় ঘর বানান সেখানে। প্রায়ই থাকেন দুবাইয়ের এক্সক্লুসিভ লে রেভ টাওয়ারে, যার ফরাসি নামের অর্থই হলো ‘দ্য ড্রিম’। দাম প্রায় ৮ কোটি ৬০ লাখ দিরহাম।
৬ হাজার ১০০ বর্গফুটের এই প্রেসিডেনশিয়াল পেন্টহাউসে আছে পাঁচটি বেডরুম, প্রতিটিতেই নিজস্ব বাথরুম। ১৮৭০ বর্গফুটের বিশাল বারান্দা থেকে দেখা যায় দুবাই মেরিনা আর দৃষ্টিনন্দন পাম। আর এই বিলাসবহুল টাওয়ারে তো সুযোগ–সুবিধার শেষ নেই। চাইলে একটি বাটন টিপেই ডেকে নিতে পারেন হেলিকপ্টার কিংবা প্রাইভেট জেট।
সূত্র: আর্কিটেকচারাল ডাইজেস্ট (এডি) মিডল ইস্ট সাময়িকীতে