
ফুটবল ইতিহাসে কিছু বিষয় আছে, যা নিয়ে তর্কবিতর্কের শেষ নেই। তারই একটি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার কে কার চেয়ে বেশি এগিয়ে, তা নিয়ে তুলনা করতে গেলে রীতিমতো যুদ্ধ লেগে যায় দুই ফুটবলারের ভক্তদের মধ্যে।
বরাবরই নিজেকেই সেরা বলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তা মানতে রাজি নন ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো নাজারিও। সর্বকালের সেরা দশের মধ্যে রাখলেও সিআরসেভেনকেই সেরা মানছেন না এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদো পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মতামত দেন, যা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। সেখানে তিনি বলেন, বিশ্বকাপ জেতা তার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় এবং তিনি নিজেকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে মনে করেন।
এই বক্তব্যই বিতর্কের নতুন অধ্যায় খুলে দিয়েছে। ইএসপিএনের এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও এ বিষয়ে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো সবভাবে গোল করেছে—পজিশন বদলানোর পরও। এটা সহজ কাজ নয়, নিঃসন্দেহে সে ইতিহাসের সেরাদের একজন। কিন্তু সেরা? আমি একমত নই। তার মতামতকে আমি সম্মান করি, তবে আমি তাকে ইতিহাসের সেরা দশের মধ্যে রাখবো।’
নিজের অবস্থান প্রসঙ্গে বেশ বিনয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। রোনালদো নাজারিও বলেন, ‘সত্যি বলতে আমি এসব আলোচনায় জড়াতে পছন্দ করি না। কিছু মানুষ নিজেদের সম্পর্কে খুব উচ্চ ধারণা রাখে। আমি বরং চাই মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কথা বলুক—আমি কী করেছি, কেমন খেলেছি—নিজেকে নিয়ে বড়াই করার চেয়ে সেটাই গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে, পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, ‘যদি কেউ বলে, ‘ক্রিস্টিয়ানোকে তার ক্যারিয়ার বাঁচাতে বিশ্বকাপ জিততে হবে’—তাহলে সেটা ভুল। আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। এর আগে দেশটি কখনও কিছু জিতেনি। আমি খুশি, খুবই খুশি, কিন্তু একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করার জন্য এটা একমাত্র মাপকাঠি নয়। এটা কোনো আবেশ নয়।’