
শুরু হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যের লড়াই অ্যাশেজ টেস্ট সিরিজ। শুক্রবার (২১ নভেম্বর) পার্থে প্রথম টেস্টের প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। তার ৭ উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে ফেরান স্টার্ক। তাতে ২৪ বার প্রথম ওভারে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই অজি পেসার। এরপর বেন ডাকেটকে ফেরান স্টার্ক। তারপর জো রুটকে সাজঘরে ফেরান তিনি। ৭ বলে ডাক মারেন তিনি। আর ইংল্যান্ডের এই ব্যাটারের আউট করে অ্যাশেজে শততম উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন স্টার্ক।
১৩তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন স্টার্ক। ৪৩ ইনিংসে ২৬.৭৯ গড় ও ৪৫ স্ট্রাইক রেটে ১০০ উইকেট নিলেন স্টার্ক। ১৫৭ উইকেট নিয়ে অ্যাশেজের ইতিহাসে অস্ট্রেলিয়ার সফল ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।
স্টার্কের এমন দাপুটে বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটাররা। বিপর্যয়ের মুখে ফিফটি করেন হ্যারি ব্রুক। ৬১ বলে ৫২ রান করে আউট হন তিনি।
এছাড়া ওলি পপ ৪৬ ও জেমি স্মিথ করেন ৩৩ রান। ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট ইংল্যান্ড। ১২.৫ ওভারে ৫৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন স্টার্ক।