
৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে আহমেদাবাদের আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় জমে উঠেছিল তারকামেলা। শনিবার (১১ অক্টোবর) ঝলমলে রাত যেন হয়ে উঠেছিল রূপকথার মঞ্চ।
সঞ্চালনায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সঙ্গে করণ জোহর ও মণীশ পল। হাস্যরস, আবেগ আর গ্ল্যামারে ভরপুর ছিল গোটা সন্ধ্যা।
তবে সব আলো ছাপিয়ে এবারের আসরের মধ্যমণি হয়ে উঠল কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা… বিস্তারিত