
ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বের এমন এক নাম, যার কাছে বয়স কেবলই একটি সংখ্যা। সাধারণত ৪০ বছর বয়সে ফুটবলাররা যখন বুটজোড়া তুলে রেখে কোচিং বা ধারাভাষ্য নিয়ে ভাবেন, সেখানে পর্তুগিজ এই মহাতারকা যেন নতুন করে নিজেকে চেনাতে মাঠে নামছেন। সময় যত এগোচ্ছে, ইতিহাস গড়ার দৌড়ে তিনি ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। সামনে ২০২৬ বিশ্বকাপ, আর তার আগেই রোনালদোর সামনে হাতছানি দিচ্ছে এমন কিছু রেকর্ড, যা ফুটবল ইতিহাসে আগে কেউ কখনো কল্পনাও করতে পারেননি।
ফুটবল বিশ্বে চার অঙ্কের ম্যাজিক ফিগার অর্থাৎ ১ হাজার গোল ছোঁয়াটা এতদিন ছিল অনেকটা রূপকথার মতো। কিন্তু আল-নাসরের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো এখন সেই অসম্ভব লক্ষ্যের একদম কাছে। বর্তমানে তার অফিশিয়াল গোলসংখ্যা ৯৫৮টি। অর্থাৎ হাজার গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ৪২টি গোল।
ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় অফিশিয়াল ম্যাচে চার অঙ্কের এই সংখ্যার দেখা পাননি। রোনালদোর বর্তমান ফর্ম এবং শারীরিক সক্ষমতা বজায় থাকলে ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই এই স্বপ্ন পূরণ হওয়া সময়ের ব্যাপার মাত্র। সম্প্রতি গ্লোব সকার অ্যাওয়ার্ডসে নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়ে রোনালদো বলেছেন, ‘আমি অনুপ্রাণিত। আমার ভেতরের আগুন এখনো জ্বলছে। আমি ট্রফি জিততে চাই এবং আমি সেই সংখ্যাটায় পৌঁছাতে চাই।’
ক্লাব ফুটবলেও সিআরসেভেনের সামনে অপেক্ষা করছে অনন্য এক প্রাপ্তি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি আ জেতা এই তারকার ঝুলিতে এখনো সৌদি প্রো লিগ শিরোপাটি অধরা। আল-নাসরের হয়ে এই লিগ জিততে পারলে জলাতান ইব্রাহিমোভিচ ও ডেভিড বেকহ্যামের মতো তারকাদের পাশে নাম লেখাবেন তিনি, যারা চারটি ভিন্ন ভিন্ন দেশে লিগ শিরোপা জিতেছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তার রেকর্ড যাত্রা থামছে না। ২০২৬ বিশ্বকাপে রোনালদো যদি একটি গোলও করতে পারেন, তবে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়বেন তিনি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই তার গোল রয়েছে। মজার ব্যাপার হলো, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই রেকর্ডে তার পেছনে পড়ে গেছেন, কারণ ২০১০ বিশ্বকাপে মেসির কোনো গোল ছিল না।
রেকর্ড ভাঙা-গড়ার খেলায় পেনাল্টি থেকেও তিনি অপ্রতিদ্বন্দ্বী। ইতিমধ্যে ফুটবল ইতিহাসে সর্বাধিক ১৮০টি পেনাল্টি গোলের রেকর্ড তার দখলে। আর মাত্র ২০টি গোল পেনাল্টি থেকে করতে পারলেই তিনি পৌঁছে যাবেন ২০০ গোলের নতুন শিখরে। এছাড়া আল-নাসরের জার্সিতে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড় হতে তার দরকার আর মাত্র তিনটি গোল।
সম্প্রতি আরেকটি বিস্ময়কর অর্জনে ইংলিশ কিংবদন্তি রনি রুকেকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ৩০ বছর বয়সের পর ফুটবল ইতিহাসে সর্বাধিক গোল করার মালিক এখন তিনি। তিরিশের পর তার গোলসংখ্যা এখন ৪৯৪। আর মাত্র ছয়টি গোল করলেই ৩০ পেরোনোর পর ৫০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করবেন তিনি।