
রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নাকি বাড়ছে উত্তেজনা। কোচ জাবি আলোনসোর কৌশল ও সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছেন দলের অন্তত ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকদিন ধরে কোচ–ভিনিসিয়ুস জুনিয়র দ্বন্দ্ব আলোচনায় থাকলেও, এবার প্রকাশ্যে এলো আরও নাম।
স্প্যানিশ গণমাধ্যম কাদেনা কোপের সাংবাদিক আরানচা রদ্রিগেজের দাবি, সর্বশেষ লা লিগায় এলচের বিপক্ষে ২-২ ড্রয়ের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। ভিনিসিয়ুস ছাড়াও কোচের ওপর আস্থা হারাচ্ছেন ফেদেরিকো ভালভের্দে, রদ্রিগো, ব্রাহিম ডিয়াজ, এন্দ্রিক ও ফারল্যান্ড মেন্ডি।
ভিনিসিয়ুস ও আলোনসোর সম্পর্ক নাকি বেশ দিন ধরেই টানাপোড়েনে। এল ক্লাসিকোতে বদলি নিয়ে অসন্তোষ প্রকাশের পর দুই পক্ষের দূরত্ব আরও বেড়েছে। গুঞ্জন আছে—আলোনসো থাকলে চুক্তি নবায়নেও আগ্রহী নন ভিনি।
এদিকে, ভালভের্দে তার ভূমিকা ও পজিশনে হতাশ। অন্যরা অভিযোগ করছেন খেলায় পর্যাপ্ত সময় ও সুযোগ না পাওয়ার।
তবে পুরো দল আলোনসোর বিপক্ষে নয়। প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত পাঁচজন ফুটবলার কোচের কৌশল ও উন্নয়ন পরিকল্পনায় সন্তুষ্ট। তাদের মধ্যে আছেন নতুন ডিফেন্ডার ডিন হুইসেন ও আলভারো কারেরাস। পাশাপাশি আর্দা গুলের, থিবো কোর্তোয়া এবং কিলিয়ান এমবাপে আলোনসোর প্রতি পূর্ণ আস্থাশীল। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এখনও কোচের পাশে রয়েছেন বলে জানা গেছে।
কিন্তু সবশেষ তিন ম্যাচে জয় না পাওয়া ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোর আতিথেয়তা নেবে। দ্রুত ছন্দে না ফিরলে ড্রেসিংরুমের এই চাপা উত্তেজনা যে আরও ঘোলাটে হবে, সেটা সহজেই অনুমেয়।