
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও অধিনায়ক পরিবর্তনের মাধ্যমে চমক দিয়েছে। অল্প সময়েই বারবার অধিনায়ক, কোচ ও নির্বাচক বদলের কারণে আলোচিত এই বোর্ড এবার ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিয়েছে। তার স্থানে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
সোমবার (২০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান পূর্ণাঙ্গ সিরিজের মাঝেই এই ঘোষণা দেয় পিসিবি।
২০২৪ সালের জানুয়ারিতে মাত্র একটি সিরিজ খেলে অধিনায়কত্ব হারানো শাহিনের জন্য এটি দ্বিতীয়বারের মতো জাতীয় দলের নেতৃত্বে ফেরার সুযোগ।
জানা যায়, শাহিনের নেতৃত্বে আবারও পাকিস্তানের ওয়ানডে যাত্রা শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে, যা শুরু হবে আগামী ৪ নভেম্বর। এর আগে ২৮ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। চলমান দ্বিতীয় টেস্টেই খেলছেন রিজওয়ান ও শাহিন উভয়েই।
অথচ রিজওয়ান ছিলেন ওয়ানডেতে দেশের অন্যতম সফল ব্যাটার। অধিনায়কত্বের সময়ে তার গড় ছিল ৪২-এর ঘরে, আর মাত্র চার রান দূরে ছিলেন ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থান থেকে। তার অধীনে পাকিস্তান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলেও, চলতি বছরে ফল বিপর্যয় ঘটে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডেই বিদায় নেয় স্বাগতিক দলটি।
তবে পিসিবি রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরানোর নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। সূত্র জানায়, ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে সাদা বলের কোচ মাইক হেসনের আহ্বানে নির্বাচক ও পরামর্শক কমিটি মিলে সিদ্ধান্ত নেয় এই পরিবর্তনের। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, হেসন এককভাবে নয়, বরং সম্মিলিত সিদ্ধান্তেই এই পরিবর্তন এনেছেন।
উল্লেখ্য, প্রথম দফায় শাহিন আফ্রিদির অধীনে পাকিস্তান নিউজিল্যান্ডে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে। এরপর তার কাছ থেকে অধিনায়কত্ব সরিয়ে রিজওয়ানের হাতে তোলে দেয় পিসিবি। এরপর আবার হারের ধারা অব্যাহত থাকায় রিজওয়ানকেও বাদ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক করা হয় সালমান আলি আগাকে।
ফলে বর্তমানে তিন ফরম্যাটে তিন অধিনায়কের নেতৃত্বে খেলছে পাকিস্তান। টেস্টে শান মাসুদ, টি-টোয়েন্টিতে সালমান আগা এবং ওয়ানডেতে আবারও দায়িত্ব পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানের ‘আনপ্রেডিক্টেবল’ খেতাব যেন কেবল মাঠে নয়, মাঠের বাইরেও সমান প্রযোজ্য—এরই আরেকটি প্রমাণ হয়ে থাকলো এই নেতৃত্ব বদলের নাটকীয়তা।