Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ — ঢাকা সফরে টিআই চেয়ারম্যান

রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ — ঢাকা সফরে টিআই চেয়ারম্যান রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ — ঢাকা সফরে টিআই চেয়ারম্যান
রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ — ঢাকা সফরে টিআই চেয়ারম্যান


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, ‘সহিংসতা, সাংবাদিকদের হয়রানি এবং কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের প্রেক্ষাপটে কখনোই প্রকৃত গণতন্ত্রের আবির্ভাব হতে পারে না।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সংস্কার অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ, যা কেবল তখনই সফল হতে পারে, যদি তা টেকসই ছন্দে ও স্পষ্ট রোডম্যাপসহ কাঠামোগত রূপে পরিচালিত হয়।’

Advertisement

বৃহস্পতিবার, ঢাকা সফরের শেষ দিনে ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার শিরোনাম ছিল: ‘জনগণের শক্তি এবং কর্তৃত্ববাদের পতন: গণতান্ত্রিক উত্তরণ এবং জবাবদিহিমূলক শাসনের সুযোগ ও চ্যালেঞ্জ।’

সভায় উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, দাতা সংস্থা, বিদেশি দূতাবাস এবং অন্যান্য অংশীজন।

ভ্যালেরিয়াঁ বলেন, “গত বছরের আগস্টে পতন ঘটানো কর্তৃত্ববাদী সরকার প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার করে অর্থ আত্মসাৎ করেছে।” তিনি জানান, লন্ডনে টিআইবির উদ্যোগে যুক্তরাজ্যের স্পটলাইট অন করাপশন ও টিআই-এর ব্রিটিশ চ্যাপ্টারের যৌথ প্রচারণায় ১৮৫ মিলিয়ন পাউন্ড মূল্যের রিয়েল এস্টেট জব্দ করা হয়েছে, যা প্রমাণ করে বাংলাদেশ থেকে অর্থ পাচার কীভাবে বৈশ্বিক দুর্নীতির চেইনের অংশ ছিল।

তিনি বলেন, “বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১ ট্রিলিয়ন ডলার দুর্নীতির কারণে চুরি যায়। এই অর্থ দুর্বলভাবে নিয়ন্ত্রিত অফশোর ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র কিছু নির্দিষ্ট দেশে গিয়ে বিনিয়োগ হয়।”

টিআই চেয়ারম্যান আরও বলেন, “বিচার ব্যবস্থাকে স্বাধীন ও দক্ষ হতে হবে। এটি কেবল মানবতাবিরোধী অপরাধের বিচারেই নয়, দুর্নীতির বিরুদ্ধেও কার্যকরভাবে লড়াই করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকা, পর্যাপ্ত জনবল ও সম্পদের উপস্থিতি অপরিহার্য।”

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে কাঠামোগত সংস্কার শুরু করেছে, তার প্রশংসা করে ভ্যালেরিয়াঁ বলেন, “সংস্কার কমিশনের সদস্যরা নতুন বাংলাদেশের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন—আমি তাঁদের অভিনন্দন জানাই।”

তবে তিনি যোগ করেন, “আগামী নির্বাচনের আগ পর্যন্ত কী কাজ হয়েছে বা কী বাকি আছে—তা নিয়ে মন্তব্য করা এখনই উপযুক্ত হবে না।”

২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তারা বিভিন্ন খাতে রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নেয়, যার সুপারিশমালা চূড়ান্ত করতে জুলাইয়ে জাতীয় সনদ গৃহীত হওয়ার কথা রয়েছে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ডায়ালাইসিস শেষে অবনতি, এরপর আইসিইউতে ফরিদা পারভীন

ডায়ালাইসিস শেষে অবনতি, এরপর আইসিইউতে ফরিদা পারভীন

Next Post
মাথাপিছু আয় বেড়ে ২,৫৯৩ ডলার, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

মাথাপিছু আয় বেড়ে ২,৫৯৩ ডলার, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

Advertisement