
ন্যাটো দাবি করেছে, ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়া প্রবেশ করেছে। শুক্রবার সংঘটিত এই অনুপ্রবেশের পর সেগুলোকে রুখে দেওয়া হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। ন্যাটো এই ঘটানাকে রাশিয়ার ‘বেপরোয়া আচরণ’ বলে আখ্যায়িত করেছে।
এস্তোনিয়া ন্যাটোর সদস্য দেশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ যুদ্ধবিমান অনুপ্রবেশকে ‘নির্লজ্জ’ কর্মকা- হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়, অনুমতি না নিয়ে রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান ন্যাটোর সদস্য এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে এবং ফিনল্যান্ড উপসাগরের ওপর প্রায় ১২ মিনিট অবস্থান করে।
ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানান, যুদ্ধবিমানগুলো শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং সেগুলোকে আটকে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এটি রাশিয়ার বেপরোয়া আচরণেরই অংশ এবং ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ।
এ বিষয়ে মস্কো এখনও কোনও মন্তব্য করেনি। তবে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির পর থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ন্যাটোর আরও দুই সদস্য দেশ—পোল্যান্ড ও রোমানিয়া—তাদের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের অভিযোগ জানিয়েছে।
ন্যাটো রুশ যুদ্ধবিমান তাড়ানোর দাবি জানালে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিনির্ধারক কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেন, ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সাহায্য করবে এবং পশ্চিমাদের সংকল্প পরীক্ষা করার পুতিনের প্রচেষ্টাকে ব্যর্থ করবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এক্সে লিখেছেন, ‘আমরা প্রতিটি উসকানির জবাব দৃঢ়তার সঙ্গে দেব এবং পূর্ব সীমান্তের নিরাপত্তা আরও শক্তিশালী করতে বিনিয়োগ অব্যাহত রাখব।’
সূত্র: বিবিসি