
রাশিয়ার দূরপ্রাচ্য কামচাটকা অঞ্চলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা নিয়ে এলাকাটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এই মুহূর্তে কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮ এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে, যার সর্বোচ্চ মাত্রা ছিল ৫.৮।
রাশিয়ার এমার্জেন্সি মিনিস্ট্রি ভূমিকম্পটির মাত্রা ৭.২ হিসেবে জানিয়েছে।
কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ বলেন, “সমস্ত জরুরি সেবা ইউনিটকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।” তিনি আরও জানান, পেনিনসুলার পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যা বেরিং সাগর ও প্যাসিফিক মহাসাগরের দিকে বিস্তৃত।
গভর্নর আরও বলেন, “কোস্টাল এলাকার বিভিন্ন স্থানে ০.৫ থেকে ১.৫ মিটার (১.৬ থেকে ৪.৯ ফুট) উচ্চতার সুনামি ঢেউ প্রত্যাশিত। তাই মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।”
সোলোদভ টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, “আজকের দিন আবারও কামচাটকা বাসিন্দাদের ধৈর্য্য ও স্থিতিশীলতার পরীক্ষা নেবে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আমরা দ্রুত সামাজিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবন পরিদর্শন শুরু করেছি।”
রাশিয়ার এমার্জেন্সি মিনিস্ট্রি আরও জানিয়েছে, জাপানের উত্তরে অবস্থিত কুরিল দ্বীপশ্রেণীর কিছু অংশের জন্যও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এবং প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ভূমিকম্পের পর আলাস্কার কিছু অংশের জন্য সুনামি সতর্কতা এবং প্রবল স্রোতের আশঙ্কা জানিয়েছে। তারা কামচাটকা উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে।
কামচাটকা অঞ্চল একটি ভূকম্পন প্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত এক সপ্তাহের মধ্যে কমপক্ষে দুইবার ৭ এর উপরে মাত্রার ভূমিকম্প এ এলাকায় আঘাত হেনেছে।