
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রাশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা আগের চেয়ে তিনগুণ বেশি প্রয়োজন বলে মনে করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, রাজনৈতিক স্থিতিশীলতা সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে রাশিয়ার সাফল্যের ভিত্তি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা তাস জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারওম্যান এলা পামফিলোভার সঙ্গে এক বৈঠকে পুতিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষ বুঝতে পারছে, এটি রাশিয়ার জন্য সর্বদা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আজকের পরিস্থিতিতে এটি আগের চেয়ে দুই বা তিনগুণ বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক স্থিতিশীলতা ও আমাদের রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পুতিন জোর দিয়ে বলেন, ‘জনগণকে অনেক ধন্যবাদ, যারা কোনো কিছুর ভয় করেননি এবং নির্বাচনে তাদের কর্তব্য পালনের জন্য এসেছিলেন। যদিও এটি তুচ্ছ শোনাচ্ছে, তবুও আজকের পরিস্থিতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’