
রাজস্থানের ভিলওয়ারা এলাকায় মধ্যপ্রদেশের মান্দসৌরের বাসিন্দা ৩২ বছর বয়সী শেরু সুসাদিয়াকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বঘোষিত গোরক্ষকদের বিরুদ্ধে। তার পরিবার জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
ভিলওয়ারা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার চেষ্টা, স্বেচ্ছায় আঘাত, বেআইনি আটক, চাঁদাবাজি ও বেআইনি সমাবেশের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া একটি পৃথক গরু পাচারের মামলাও করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর শেরু সুসাদিয়া ও তার সহযাত্রী ৩৪ বছর বয়সী মহসিন দোল লাম্বিয়া গরু মেলা থেকে একটি ষাঁড় কিনে ভোর ৩টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি রূপালী ক্যাম্পার গাড়ি তাদের পথ আটকায়। পরে মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাদের ওপর আক্রমণ করে। ওই সময় মহসিন পালাতে সক্ষম হলেও শেরু মারধরের শিকার হন।
অভিযোগ অনুযায়ী, দেবা গুর্জর, কুণাল মালপুরা, প্রদীপ রাজপুরোহিত, নীতেশ সাইনি ও অন্যান্য অভিযুক্তরা শেরুকে মারধর করে তার কাছে থাকা ৩৬ হাজার রুপি ছিনিয়ে নেয়। পরে ৫০ হাজার রুপি না নিয়ে আসলে শেরুকে বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়।
পরেরদিন সকালে শেরুকে ভিলওয়ারা হাসপাতালে তার পরিবার হাসপাতাল খুঁজে পায়। পরে মাথায় আঘাতের কারণে পরে জয়পুরে রেফার করা হয়। তিনদিন পর গত শুক্রবার শেরু মারা যান। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।
পরিবারের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক এবং ক্ষতিপূরণও দেওয়া হোক।
ভিলওয়ারা পুলিশ জানিয়েছে, পাঁচজনকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। উভয় মামলার তদন্ত এখনও চলমান।