
রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে হংকং। জবাবে ব্যাট করতে নেমে তাণ্ডব শুরু করেছেন হাবিবুর রহমান সোহান। মাত্র ১৪ বলে ফিফটি করেছেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে তারা।
দলের পক্ষে বাবর হায়াত করেন সর্বোচ্চ ৪৯ বলে ৬৩ রান। এছাড়া অধিনায়ক ইয়াসিম মুর্তাজা করেন ২২ বলে ৪০ রান। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহরাব নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন সোহান। চার-ছক্কার ফুলঝুড়িতে মাত্র ১৪ বলে ফিফটি পূরণ করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বিনা উইকেটে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।