
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তকে যথার্থ বলে মনে করছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তার মতে, খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “একদম সঠিক সিদ্ধান্ত। সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা অনুভব করছি, খেলোয়াড়কে যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে যেকোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে।”
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকা বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে গত পরশু ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের এই নির্দেশ বাস্তবায়ন করায় চলতি মৌসুমে মোস্তাফিজের আইপিএলে খেলা হচ্ছে না।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বিসিবি এবং ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় সরকার।
এ প্রসঙ্গে খালেদ মাসুদ বলেন, “খেলার মধ্যে রাজনীতি আসা উচিত না। ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকা উচিত। খেলাধুলা মানুষকে এক করে।”
তবে আইপিএলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, মোস্তাফিজকে পারফরম্যান্সের কারণে নয়, অযৌক্তিক কারণেই ফিরিয়ে পাঠানো হয়েছে, যা বাংলাদেশের জন্য অপমানজনক।
তিনি বলেন, “যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা আমাদের দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, কিন্তু আমাদের একজন নাগরিককে অসম্মান করা হলে সেটা এড়িয়ে যাওয়াই ভালো।”
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে খালেদ মাসুদ বলেন, “মোস্তাফিজকে যখন নিরাপত্তা দিতে পারেনি, তখন বোর্ড নিরাপদ মনে করেনি। এটা স্বাভাবিক।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমস্যার সমাধান হবে, তবে বাংলাদেশকে নিজের অবস্থানে দৃঢ় থাকতে হবে। আইসিসির মাধ্যমে বিষয়টির সমাধান সম্ভব বলেও মত দেন তিনি।
বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে খালেদ মাসুদের মন্তব্য, “এখানে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজনীতিবিদদের এই জায়গা থেকে সরে আসা উচিত। বিশেষ করে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ভালো উদাহরণ নয়।”
আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহের দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আইসিসির ওপর বিসিসিআইয়ের প্রভাব থাকার কারণে অনেক সময় ন্যায্যতা পাওয়া যায় না—এ অভিজ্ঞতা একজন খেলোয়াড় হিসেবে তাঁরও রয়েছে।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনেই ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
এরই মধ্যে গতকাল টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।