
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় হামলার পর রাশিয়াকে ফিফা রাশিয়াকে নিষেধাজ্ঞা দিলেও গাজায় নৃশংসতার জন্য ইসরায়েলকে বরখাস্ত করতে অস্বীকৃতি জানিয়েছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো তাদের ‘দ্বৈত নীতির’ সমালোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
জুরিখে ফিফা কাউন্সিলের এক সভায় তিনি বলেন, ফিফায় আমরা বিভক্ত বিশ্বের মানুষকে একত্রিত করার জন্য ফুটবলের শক্তি ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সমিতি ভূ-রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারে না।
ইনফ্যান্টিনো বলেন, ‘আমাদের সমবেদনা তাদের সঙ্গে আছে, যারা আজ বিশ্বজুড়ে বিদ্যমান বিভিন্ন সংঘাতে ভুগছেন। ফুটবল এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিতে পারে তা হলো শান্তি ও ঐক্যের বার্তা।’
ইত্তেফাক/এএম