
যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার (৫ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার বাহিনীর হামলায় আজও হামলায় একজন নিহত।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দেশের দক্ষিণাঞ্চলের বুর্জ রেহালে একটি গাড়িতে ইসরাইলি শত্রুর হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে। ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে।
এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে।