
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটির কাছে চার জন আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতে রাজ্যের লুইস-ম্যাককর্ড জয়েন্ট বেসের কাছে গ্রামীণ এলাকায় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড নিশ্চিত করেছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে ‘MH-60 Black Hawk’ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারে চার জন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টে নিযুক্ত ছিলেন। তবে তাদের অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।
মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, হেলিকপ্টারটি ‘নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট’ করছিল। হঠাৎ ট্র্যাফিক কন্ট্রোলারদের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।