
যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে দুর্দান্ত অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। আটালান্টা ফায়ারের হয়ে ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সাকিবের জ্বলে ওঠার দিনে আটালান্টা ফায়ার ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে মরিসভিল র্যাপটর্সকে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রথমে ব্যাট করতে নেমে আটালান্টা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে। দলের পক্ষে ওপেনার স্টিভেন টেলর ৬২ বলে ৯৭ রানের এক দারুণ ইনিংস খেলেন।
ছয় নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। মাত্র ১৭ বলে অপরাজিত ২৭ রানের এক ক্যামিও ইনিংস খেলেন তিনি। ৩ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান সাবেক এই টাইগার অধিনায়ক।
জবাবে ব্যাট করতে নেমে মরিসভিল র্যাপটর্স ২০ ওভারে মাত্র ৮৫ রান তুলতে পারে। তাদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন সানি প্যাটেল ও সাকিব। সানি প্যাটেল ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। আর সাকিব মাত্র ২ ওভার বল করে ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।