
রাশিয়ার শীর্ষ দুই তেল উৎপাদক প্রতিষ্ঠানের ওপর বুধবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার পর ভারতীয় ব্যবসায়ীরা মস্কোর তেল আমদানি ব্যাপকভাবে কমাতে প্রস্তুত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শিল্প সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারত রাশিয়ান তেল কেনা কমিয়ে দিলে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য চুক্তির বড় বাধা দূর হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠকের পরিকল্পনা ভেস্তে যাওয়ার একদিন পর মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করা হয়। ট্রাম্প সাংবাদিকদের বলেন, বৈঠকটি বাতিল করা হয়েছে, কারণ ‘এটি আমার কাছে সঠিক মনে হয়নি।’
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভারতের সিদ্ধানের পরিবর্তনটি পরি এমন এক সময় এলো, যখন নয়াদিল্লি যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ৫০% শুল্কর মুখোমুখি হচ্ছে। এর অর্ধেক শুল্ক রাশিয়ার তেল ক্রয়ের প্রতিশোধ হিসেবে আরোপ করা হয়। এ অবস্থায় দুই দেশ একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।
বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ব্যক্তিগত মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়ান অপরিশোধিত তেলের শীর্ষ ভারতীয় ক্রেতা। এই প্রতিষ্ঠানটি রাশিয়ান তেল আমদানি কমাতে বা সম্পূর্ণরূপে বন্ধ করার পরিকল্পনা করছে।
বিষয়টি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানসম্পন্ন একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তেল কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়ার পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনসহ ভারতীয় রাষ্ট্রীয় পরিশোধক সংস্থাগুলো – ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন রাশিয়ার রোসনেফ্ট এবং লুকোয়েল থেকে সরাসরি কোনো সরবরাহ না আসা নিশ্চিত করার জন্য তেল বাণিজ্যের নথিও পর্যালোচনা করছে।
রয়টার্স জানিয়েছে, ভারতের তেল মন্ত্রণালয় এবং রাজ্য পরিশোধকরা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।