
নতুন বছরের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হন কোচ রুবেন আমোরিম। তার জায়গায় চলতি ২০২৫-২৬ মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিক।
ক্যারিকের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হওয়ার দৌড়ে ছিলেন গুনার সুলশার। তবে শেষ পর্যন্ত নরওয়েজীয় এই কিংবদন্তিকে পেছনে ফেলে ইউনাইটেড কোচের দায়িত্ব দিয়েছে ক্যারিককে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার ম্যানচেস্টার ডার্বিতেই ডাগআউটে দেখা যাবে তাকে।
‘দ্য অ্যাথলেটিক’-এক প্রতিবেদন জানিয়েছে, ক্যারিকের সঙ্গে ইউনাইটেড কর্তৃপক্ষের এরই মধ্যে একটি নীতিগত চুক্তি হয়ে গেছে। চুক্তি অনুযায়ী ক্যারিক তার পছন্দমতো কোচিং স্টাফ নিয়োগের সুযোগ পাচ্ছেন। এখন শুধু চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত হওয়া বাকি। ম্যান সিটির বিপক্ষে বড় ম্যাচের আগেই আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষ হবে বলে আত্মবিশ্বাসী ক্লাব কর্তৃপক্ষ।
এ দিকে ক্যারিকের স্টাফের সঙ্গে কাজ করতে আগ্রহী তার সাবেক ক্লাব সতীর্থ ওয়েইন রুনি। সম্প্রতি তিনি বলেছেন, ‘আমি ক্যারিককে কোচ হিসেবে বেশ পছন্দ করি। তার অভিজ্ঞতা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান ক্লাবকে সাহায্য করবে।’
খেলোয়াড়ি জীবনে দীর্ঘ ১২ বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ক্যারিক। ক্লাবটির হয়ে ৪৬৪টি ম্যাচ খেলেছেন তিনি। রেড ডেভিলদের হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন সাবেক এই মিডফিল্ডার।