
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে ২৮ ফুটবলার ডাকা হয়েছিল। ২৮ জনের মধ্যে ২০ ফুটবলার গতকাল সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে যোগ দিয়েছেন। যোগ দেননি মোহামেডানের পাঁচ ফুটবলার। তারা আগামী ৫ অক্টোবর যোগ দেবেন বলে জানিয়েছেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ।
মোহামেডান থেকে ডাক পেয়েছিলেন শাকিল আহাদ তপু, গোলরক্ষক সুজন হোসেন, স্ট্রাইকার সুমন রেজা, রক্ষণভাগের রহমত মিয়া, মেহেদী হাসান। গতকাল নতুন করে মোহামেডানের রক্ষণভাগের আরও একজন জাহিদ হাসান শান্তকে ডাকা হয়েছে। কিন্তু কাউকেই ছাড়েনি মোহামেডান।

মোহামেডান মনে করছে তাদের ক্লাব অনুশীলনে ঘাটতি রয়েছে। অনুশীলন ভালো না হওয়ার কারণে চ্যালেঞ্জ কাপে ভালো খেলতে পারেনি। কোচ আলফাজ আহমেদ জানিয়েছেন আমাদের লিগের খেলা আছে। অনুশীলন করে খেলোয়াড়রা ক্যাম্প যাবে।’ আলফাজ স্মরণ করিয়ে দিলেন নেপালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বসুন্ধরা কিংস তার খেলোয়াড়দের পাঠায়নি।’
মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা মৌসুম শুরুর আগে বেশি অনুশীলন করতে পারিনি। তাই আমরা এখনই খেলোয়াড় ছাড়তে পারছি না। ফিফার নিয়ম অনুযায়ী আমরা ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়বো জাতীয় দলের ক্যাম্পে। ৫ অক্টোবর আমাদের ছয় ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন।’

মোহামেডানের ফুটবলাররা যোগ দিচ্ছে না, তারপরও কেন আরও এক জনকে ডাকা হয়েছে-এমন প্রশ্নে কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছেন মোহামেডান কেন খেলোয়াড় পাঠায়নি সেটা ম্যানেজমেন্টের বিষয়। তারা দেখবেন। আমার কাছে মনে হয়েছে খেলোয়াড় দরকার, আমি ডেকেছি।’ খেলোয়াড় না পাঠানোর ব্যাপারে ম্যানেজার আমের খান জানিয়েছেন, তারা মোহামেডানের কাছ থেকে একটা চিঠি পেয়েছেন।
৯ এবং ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের ভাগ্য পরীক্ষা হবে। কোচ কাবরেরা বলেছেন, ‘হংকং ম্যাচে আমাদের এশিয়া কাপ নির্ভর করছে।’ অধিনায়ক জামাল ভূঁইয়ারও একই কথা। ‘এটি ডু অর ডাই ম্যাচ। বাঁচ- মরার খেলা। এশিয়া কাপে টিকে থাকতে হলে জিততে হবে।’

হংকং শক্তিশালী দল। কোরিয়ার, জাপানের বিপক্ষে খেলে প্রস্তুতি নিচ্ছে। জামাল ভূঁইয়া অসহায় কণ্ঠে বললেন, ‘আমরা নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছি। যদিও এটি খুব আগে হয়ে গেছে। এখন ম্যাচ খেলার মতো সুযোগ নেই।’ প্রাথমিক দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের জায়ান আহমেদ। তার বিষয়ে কোচ জানিয়েছেন দেখেই নেওয়া হয়েছে। আর কিউবা মিচেলের ব্যাপারে কোচ জানিয়েছেন আরও সময় দেওয়া উচিত। মিচেলের ওপর নজর আছে। তার আরও সময় লাগবে। তার প্রতি আমাদের মনযোগ আছে।’
গতকাল হোটেল আঙ্গিনায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ এবং অধিনায়ক। জামাল ভূঁইয়া সংবাদ সম্মেলনে কথা বলেন। কিন্তু তাকে ম্যাচের দিন সাইড লাইনে বসে থাকতে দেখা যায়। অধিনায়ক হয়ে অন্যজন মাঠে নামেন। ‘এখানে আমার কিছু করার নেই। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি। কোচ আমাকে মাঠে নামাবেন কি না সেটা কোচের সিদ্ধান্ত।’ ৬ অক্টোবর হামজা চৌধুরী এবং ৭ অক্টোবর সামিত সোম ঢাকায় আসবেন। ফাহমিদুল আজ আসবেন বলে জানা গেছে।