
আজ প্রিমিয়ার ফুটবলে মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচ। ঢাকায় কিংসের মাঠে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। লিগের ম্যাচ এটি। মোহামেডান আজ কিংসের মাঠে অনুশীলন করতে পারেনি বলে জানিয়েছে। মোহামেডান কোচ আলফাজ আহমেদ জানিয়েছেন যাদের হোম ম্যাচ সেই মাঠে অতিথি দল অনুশীলন করতে পারবে। কিন্তু মোহামেডান সেখানে অনুশীলন করতে পারেনি।
আলফাজ আহমেদ বলেন, ‘আমরা বসুন্ধরা কিংসের মাঠে ম্যাচ খেলব আগামীকাল (আজ)। স্বাভাবিক ভাবেই ম্যাচের একদিন আগে অনুশীলন করব। কিন্তু সেখানে অনুশীলন করতে পারিনি।’ কেন? আলফাজ বলেন, ‘বসুন্ধরা আমাদেরকে মাঠ দেয়নি। আমরা মাঠ নিয়ে কথা বলেছিলাম তারা দেয়নি। ভেন্যু বসুন্ধরার, তারা যদি আমাদেরকে মাঠ না দেয় তাহলে কি করতে পারি। নিয়ম আছে ম্যাচের একদিন আগে অনুশীলন করতে পারবে। মাঠ না পাওয়ায় আমরা পল্টন ময়দানে অনুশীলন করেছি।’
মোহামেডানের অভিযোগের সত্যতা জানতে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। ফোন ধরেননি। দলের ম্যানেজার ওয়াসিমুজ্জামানকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। ইমরুল হাসান একদিকে বসুন্ধরা কিংসের সভাপতি অন্যদিকে তিনি পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান। লিগের ক্লাবগুলোর ভালোমন্দ দেখভালের দায়িত্ব তার ওপর বর্তায়।
এক সময় ফুটবলে মোহামেডান-আবাহনীর ম্যাচ নিয়ে আশঙ্কা থাকত। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এখন সেই শঙ্কা মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচের ঘাড়ে চেপেছে। মোহামেডান-বসুন্ধরা কিংসের বিগত একাধিক ম্যাচে একটা না একটা ঝামেলা হয়েছে। মাঠের মধ্যে খেলা চলাকালিন মোহামেডানের গোলপোস্ট লক্ষ্য করে প্লেয়ার ছুড়ে মারার কারণে খেলা বন্ধ হয়ে গিয়ে ছিল। দর্শকের সঙ্গেও নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
পরে টেলিভিশন সাক্ষাৎকারে সমর্থকরা দাবি করেন তারা মোহামেডানের হারানোর জন্যই এমনটি করেছেন বলে দাবি করেছিলেন। আবাহনীর সঙ্গেও মাঠে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জাতীয় দলের খেলাতেও অঘটন ঘটেছে। বাফুফেকে জরিমানা গুনতে হয়েছে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বর স্থানে। বসুন্ধরা কিংস ৫ খেলায় ১৩ পয়েন্ট ১ নম্বরে রয়েছে।