
বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠের নায়কত্বের পর সংবাদ সম্মেলনে এসে অস্বস্তিকর এক পরিস্থিতির মুখে পড়লেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। ছেলে হাসান ইসাখিলকে সঙ্গে নিয়ে দলের জয় উদ্যাপন করলেও মোস্তাফিজুর রহমানকে নিয়ে করা প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয়ে নেতৃত্ব দেন এই বাপ–বেটা জুটি। ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্সের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাজির হন দুজনেই।
সংবাদ সম্মেলনে মাঠের খেলা, দলীয় পরিকল্পনা ও পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সাবলীল উত্তর দেন নবি ও ইসাখিল। তবে আলোচনার মোড় ঘুরে যায় যখন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ ওঠে। এ প্রশ্নে স্পষ্টতই বিরক্ত হন মোহাম্মদ নবি।
সংক্ষিপ্ত ও দৃঢ় কণ্ঠে নবি বলেন, ‘মোস্তাফিজ একজন ভালো বোলার। কিন্তু রাজনীতি নিয়ে আমি কী বলতে পারি? রাজনৈতিক বিষয় কেন আমার সঙ্গে জড়ানো হচ্ছে? এটা আমার বিষয় নয়। দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না।’ এরপর আর এ বিষয়ে কথা বলতে চাননি তিনি।
উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর আপত্তির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনাকে কেন্দ্র করে বিসিসিআই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
একদিকে মোস্তাফিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে গোটা দল নিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছে বিসিবি। প্রতিবেশী দেশে দল পাঠানো নিয়ে আপাতত কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।