
আসন্ন আইপিএলের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই চরমে পৌঁছেছে মাঠের বাইরের উত্তাপ। আর এই উত্তাপের মূলে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। আইপিলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে টাইগার এই পেসারকে দলে ভেড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
বর্তমানে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরি। এমন অবস্থায় মোস্তাফিজকে দলে ভিড়িয়ে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারদের তোপের মুখে পড়েছেন শাহরুখ খান। এমনকি বলিউডের এই সুপারস্টারকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দেন উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম।
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ এনে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। শুধু তাই নয়, মোস্তাফিজকে পরোক্ষভাবে হুমকিও দেন এই নেতা।
তবে এমন অবস্থায় মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মেশানো উচিত নয় বলে জানিয়েছেন তিনি, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজুর একজন ক্রিকেটার। এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি।’
শশী থারুর আরও বলেন,‘যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।’
এছাড়া মোস্তাফিজ ইস্যুতে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তিনি বলেন, ‘সবটাই বোর্ডের হাতে আছে। ওদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই সংবাদমাধ্যমেরও উচিত ধৈর্য ধরা। আগেই সিদ্ধান্তে না পৌঁছে ঘটনাবলি কোন দিকে যাচ্ছে, সেটা দেখা উচিত। বোর্ডের যারা কর্তাব্যক্তি আছেন, তারা যথেষ্ট বুদ্ধিমান। বিশ্বের সব থেকে বড় লিগ যখন চালাচ্ছেন, তখন তারা জানেন কী করা উচিত আর কী করা উচিত নয়।’
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’