
অ্যাংরি, হাহা রিঅ্যাকশনের সঙ্গে নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ। এছাড়াও লাখ লাখ ফলোয়ারও হারাচ্ছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার কমেছে কলকাতার।
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গত ৩ জানুয়ারি টাইগার এই পেসারকে বাদ দেওয়া হয়। এরপর থেকে কলকাতার এমন ভরাডুবি হয়েছে।
গত পরশু কলকাতার পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ। এখন সেই সংখ্যাটা ১ কোটি ৭০ লাখে এসে দাঁড়িয়েছে। সেই হিসেবে প্রত্যেক দিনে ৫ লাখ ফলোয়ার হারিয়েছে। সংখ্যাটাকে আরও একটু ভেঙে দেখা যাক। প্রত্যেক মিনিটে ৩৪৭ ফলোয়ার কমে যাচ্ছে কলকাতার। প্রতি সেকেন্ডের হিসেবে সংখ্যাটা হয় ৫।
গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে মোস্তাফিজের নাম বাদ দেয় কলকাতা। বাংলাদেশের এই পেসারকে বাদ দেওয়ার সেই পোস্টে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজার রিঅ্যাকশন পড়েছে। যার মধ্যে ১ লাখ ৩৭ হাজারই অ্যাংরি। হাহা পড়েছে ৪০ হাজার। মন্তব্য করা হয়েছে ৬০ হাজারেরও বেশি। যার মধ্যে বেশির ভাগই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), আইপিএল ও ভারতকে ঘিরে ক্ষোভ ঝাড়া হয়েছে।
মোস্তাফিজকে বাদ দেওয়ার পোস্টের পর কলকাতার পেজে ৯ পোস্ট করা হয়েছে। যার মধ্যে রয়েছে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও অস্ট্রেলিয়ার তারকা পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে পোস্ট। সেগুলোতেও যথারীতি অ্যাংরি-হাহা রিঅ্যাকশনের পাশাপাশি নেতিবাচক মন্তব্য দেখা গেছে। ১৮ লাখ থেকে ১৭ লাখ ফলোয়ার হয়ে যাওয়াতে কেউ আবার কটাক্ষ করেছেন। এসব পোস্টেও মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে কথা বলা হয়েছে।