
ভারতের বিপক্ষে একাদশে ফিরেছেন শমিত সোম ও শেখ মোরছালিন। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ছিল, কিন্তু প্রথম ১০ মিনিটে ভারতের পক্ষ থেকে কোনো স্পষ্ট সুযোগ তৈরি হয়নি।
ম্যাচের ১১ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে শেখ মোরছালিন গোল করেন। রাকিবের বাঁ পাশ থেকে করা পাসকে গোলকিপারের সামনে থেকে স্পর্শ করে জালে পাঠান তিনি, যা বাংলাদেশের জন্য মূল্যবান ১-০ লিড এনে দেয়।
২৭ মিনিটে চোটে মাঠ ছাড়তে বাধ্য হন তারিক কাজী। তার জায়গায় নামেন শাকিল আহাদ তপু। এই সময়ে গোলকিপার মিতুল মারমার ভুলে বাংলাদেশ প্রায় গোল হজম করেছিল, কিন্তু হামজা চৌধুরী ক্রস হেড করে বল ক্লিয়ার করে দলের হয়ে দারুণ ত্রাণ দেখান।
ম্যাচের ৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের মধ্যে সংঘর্ষ হয়। উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি পর্যন্ত চলে যায়। রেফারি উভয় খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান।