
বরাবরের মতোই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। এক বছর পর আবারও হ্যাটট্রিক করে নিজের জাত চেনালেন আর্জেন্টাইন মহাতারকা। মেজর সকার লিগে (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রিভলিউশনের বিপক্ষে তিন গোল করে দলের বড় জয়ে মূল ভূমিকা রাখেন তিনি।
ইন্টার মায়ামি এ ম্যাচে ৫-২ ব্যবধানে জয় পায়। ম্যাচটিতে এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন মেসি। ফলে ৬০তম পেশাদার হ্যাটট্রিকের পাশাপাশি দলকেও তুলেছেন প্লে-অফে—ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়ে।
উল্লেখ্য, গত বছরও ঠিক ১৯ অক্টোবরেই হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজকের (১৯ অক্টোবর) এই হ্যাটট্রিক তাই যেন কাকতালীয় এক পুনরাবৃত্তি।
এ ম্যাচ শেষে চলতি এমএলএস আসরে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গা, যাদের গোল সংখ্যা ২৪।