
কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ক্যারিয়ারের শেষ অসমাপ্ত অধ্যায়টিকে পূর্ণতা দিয়েছেন লিওনেল মেসি। তাকে কেন্দ্র করে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির দল গঠনই ছিল সেই বিশ্বকাপ জয়ের মূল চাবিকাঠি। তবে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো জাতীয় দলের কোচ স্কালোনি নয়, মেসির চোখে বিশ্বের সেরা কোচ পেপ গার্দিওলা।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার কাছে গার্দিওলা অনন্য। অসাধারণ অনেক কোচ আছেন। তবে তিনিই সবচেয়ে পরিপূর্ণ।’
মেসির মতে, গার্দিওলা কেবল জয়ের জন্যই আলাদা নন, বরং খেলার ধরন বদলে দেওয়ার ক্ষমতাই তাকে মহান করে তুলেছে। বার্সেলোনায় নিজের অতীত নিয়ে মেসি বলেন, ‘গার্দিওলা আমাদের সময়ের সঠিক খেলোয়াড়দের একসঙ্গে জড়ো করেছিলেন। আমরা যা অর্জন করেছি, সবই তার চিন্তা ও প্রস্তুতির ফল।’
গার্দিওলার অধীনে ১৪টি বড় শিরোপা জিতেছিল বার্সেলোনা। যার মধ্যে আছে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি ক্লাব বিশ্বকাপ। সাক্ষাৎকারে শুধু অতীত নয়, ভবিষ্যতের কথাও বলেছেন মেসি। ৩৮ বছর বয়সে দাঁড়িয়েও তিনি থামতে চান না। তিনি বলেন, ‘এই দলটা আবার চেষ্টা করবে। নিজেদের সবটুকু দেবে, লড়বে।’
কাতারে বিশ্বকাপ জেতা নিয়ে তিনি বলেন, ‘সেই বিশ্বকাপে আমাদের ভাগ্য সহায় ছিল। আমাদের দারুণ এক ‘দিবু’ (গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ) আছে, যিনি আমাদের জিতিয়েছেন।’ ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে পরবর্তী বিশ্বকাপ। নিজের বিদায়ি টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে চান মেসি।