
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৭৬.১ ওভার। পেস বান্ধব উইকেটে একদিনে পড়েছে ২০ উইকেট। এমন অদ্ভুতুড়ে দিন শেষে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ রানে এগিয়ে আছে অজিরা। হাতে আছে পুরো ১০ উইকেট।
শুক্রবার (২৬ ডিসেম্বর) টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাট করে মাত্র ১৫২ রানে অলআউট হয় অজিরা। দলের পক্ষে মাইকেল নেসার করেন সর্বোচ্চ ৩৫ রান।
এছাড়া উসমান খাজা ২৯, অ্যালেক্স ক্যারি ২০ ও ক্যামেরুন গ্রিন করেন ১৭ রান। ইংল্যান্ডের পক্ষে জস টাং ৫টি ও গ্যাস অ্যাটকিনসন নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও সুবিধা করতে পারেনি। অজি পেসারদের বোলিং তোপে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে হ্যারি ব্রুক করেন সর্বোচ্চ ৪১ রান।
এছাড়া গ্যাস অ্যাটকিনসন ২৮ ও বেন স্টোকস করেন ১৬ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। অজিদের পক্ষে মাইকেল নেসার ৪টি ও স্কট বোল্যান্ড নেন ৩টি উইকেট।
৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সঙ্গে নাইট ওয়াচম্যান হিসেবে ওপেনিংয়ে নামেন বোল্যান্ড। মাত্র ১ ওভারে ৪ তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া।