
পার্থের মতো মেলবোর্ন টেস্টও শেষ হয়েছে দুই দিনে। অ্যাশেজের এই দুই টেস্টেই ব্যাটাররা ছিলেন অসহায়। তবুও পার্থকে পিচ রেটিংয়ে ‘খুব ভালো’ দিয়েছিল আইসিসি। কিন্তু মেলবোর্নের পিচকে ‘অসন্তোষজনক’ বলছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
মেলবোর্নের পিচকে রেটিং দিয়েছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। তিনি বলেন, ‘এমসিজি পিচ বোলারদের বাড়াবাড়ি রকমের সহায়তা করেছে। প্রথম দিন ২০ উইকেট, দ্বিতীয় দিন ১৬, কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি করতে পারেনি। গাইডলাইন অনুযায়ী পিচ ছিল অসন্তোষজনক। ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্ট পেল।’
আইসিসির চার স্তরের পিচ রেটিং পদ্ধতির তালিকায় তিন নম্বরে ‘অসন্তোষজনক’। যে পিচে ব্যাট ও বলের সমান লড়াই হয় না… বোলারদের মাত্রাতিরিক্ত সুবিধা দেয়, সিম কিংবা স্পিনে অনেক বেশি উইকেট নেওয়ার সুযোগ থাকে সেই পিচকে ‘অসন্তোষজনক’ হিসেবে দেখে আইসিসি।
মেলবোর্নের টেস্টের প্রথম দিনেই পড়েছিল ২০ উইকেট। যা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তিনি বলেছিলেন, ‘সমর্থক হিসেবে এই ধরনের ম্যাচ দেখা মন্ত্রমুগ্ধকর ও উপভোগ্য হলেও আমাদের দাবি টেস্ট ক্রিকেট আরও বেশি দিন চলুক। ছোট টেস্ট ব্যবসার পক্ষে খুবই খারাপ। এর থেকে কড়া উত্তর আর হয় না।’