
মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মেরিদা ও কামপেচের মধ্যবর্তী একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দেশটির জননিরাপত্তা সচিব জানিয়েছেন, মহাসড়কে একটি ট্রেলার, একটি প্রাইভেট কার এবং একটি ট্যাক্সি এই দুর্ঘটনার শিকার হয়। এতে যাত্রীরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
ইউকাটানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তায় শোক প্রকাশ করে বলেছেন, ‘আমরা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃখজনক মুহূর্তে আমরা তাদের পাশে আছি।’
তিনি আরও জানান যে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা, নিরাপত্তা এবং স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা কার্যক্রম শুরু করে।
সূত্র: রয়টার্স