
গত জুনে গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের পাশে বসেছিলেন লিটন দাস। টেস্ট লিটনের সেটি ছিল ১৫তম স্টাম্পিং। মুশফিকের স্টাম্পিংও ১৫টি। এত দিন এটাই ছিল বাংলাদেশের উইকেটকিপারদের স্টাম্পিংয়ের রেকর্ড।
চট্টগ্রামের সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে নতুন রেকর্ড গড়লেন লিটন দাস। হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে থাকা ১৫ স্টাম্পিংয়ের রেকর্ড ভাঙেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে আউট করে নিজের স্টাম্পিং সংখ্যা ১৭-তে উন্নীত করেন তিনি—যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বাধিক।
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের স্টাম্পিংয়ের রেকর্ডটা মুশফিকের। ১০১টি স্টাম্পিং করেছেন মুশফিক। স্টাম্পিংয়ের রেকর্ডে বিশ্বে মুশফিকের অবস্থান চারে। ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১) শুধু স্টাম্পিংয়ের এই রেকর্ডে মুশফিকের ওপরে আছেন।
তিন সংস্করণ মিলিয়ে অবশ্য এখনো শীর্ষে আছেন মুশফিকুর রহিম, তার স্টাম্পিং সংখ্যা ১০১। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি। ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১) রয়েছেন তার ওপরে।
বাংলাদেশি কিপারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক স্টাম্পিং (৪৪) খালেদ মাসুদের। অন্যদিকে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৫২ স্টাম্পিং করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বার্ট ওল্ডফিল্ড (১৯২০–১৯৩৭)